রাজশাহী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


রাহুল দ্রাবিড়ের জন্মদিন আজ


প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২০ ২৩:০৭

আপডেট:
২৩ এপ্রিল ২০২৪ ১৫:২৮

ছবি: রাহুল দ্রাবিড়

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান, ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়ের ৪৭তম জন্মদিন আজ। শুধু ভারতীয় ক্রিকেট দল নয়, আন্তর্জাতিক ক্রিকেটেরই একজন কিংবদন্তি রাহুল শরদ দ্রাবিড়। তিনি ১৯৭৩ সালের আজকের এই দিনে মধ্য প্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন ।

ইতিহাসের অন্যতম ধৈর্য্যশীল এ ব্যাটসম্যান ক্যারিয়ারের দীর্ঘ ১৬ বছর কাটিয়েছেন জাতীয় দলের হয়ে। ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে মাত্র ২৩ বছর বয়সে টেস্ট অভিষেক হয় দ্রাবিড়ের। পুরো ক্যারিয়ারজুড়েই লর্ডসের সেই আভিজাত্য বজায় রেখেছেন ।

লর্ডসে নিজের অভিষেক টেস্টেই সেঞ্চুরি পেয়ে যেতে পারতেন দ্রাবিড়। কিন্তু ব্যক্তিগত ৯৫ রানের সময় উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। যার ফলে অভিষেক টেস্টেই লর্ডসের মতো ঐতিহাসিক মাঠে সেঞ্চুরি বঞ্চিত হন দ্রাবিড়।

দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে শেষ ম্যাচটি তিনি খেলেছেন ২০১২ সালে অ্যাডিলেইড ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সে ম্যাচের দুই ইনিংসে তার সংগ্রহ ছিলো ১ ও ২৫ রান। ভারতও হেরেছিল ২৯৮ রানের বড় ব্যবধানে।

মাঝের সময়টাতে সাফল্যমণ্ডিত এক ক্যারিয়ারই অতিবাহিত করেছেন দ্রাবিড়। টেস্ট ও ওয়ানডে- দুই ফরম্যাটেই করেছেন ১০ হাজারের বেশি রান। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ২৪২০৮ রান করেছেন তিনি। হাঁকিয়েছেন ৪৮টি সেঞ্চুরি।

তবে রানের চেয়েও দ্রাবিড়ের রেকর্ডের মাহাত্ম্য বেশি বল খেলার দিক দিয়ে। টেস্ট ক্রিকেটে ২৮৬ ইনিংসে ইতিহাসের সর্বোচ্চ ৩১২৫৮টি বল মোকাবেলা করেছেন তিনি। পুরো ক্যারিয়ারে উইকেটে কাটিয়েছেন প্রায় ৪৫ হাজার ঘণ্টা। একারণেই তাকে ডাকা হতো ‘দ্য ওয়াল’ নামে। এছাড়া টেস্ট ক্রিকেটে প্রথম ফিল্ডার হিসেবে ধরেছেন ২০০টি ক্যাচ।


সবমিলিয়ে দ্রাবিড়ের ক্যারিয়ারে সাফল্য ছিল অনেক। ১৬৪ টেস্টে করেছেন ১৩২৮৮ রান। ৩৪৪ ওয়ানডেতে ১০৮৮৯ রান ও একমাত্র টি-টোয়েন্টিতে ৩১ রান। এছাড়া ফিল্ডার হিসেবে টেস্টে ২১০ ও ওয়ানডেতে ১৯৬টি ক্যাচ তালুবন্দী করেছেন দ্রাবিড়।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top