রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


ফর্টিস এফসিকে হারিয়ে বসুন্ধরা কিংসের জয়


প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২২ ১০:০০

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১৯:৩১

ছবি: রাজশাহী পোস্ট

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে ফর্টিস এফসি লিমিটেডকে হারিয়ে টানা দ্বিতীয় ম্যাচ জয় লাভ করলো বসুন্ধরা কিংস। ফটিস এফসি লিমিটেডের নিজ ভেন্যু রাজশাহীতে ২-০ গোলে পরাজিত করল গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

শুত্রবার (২৩ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এই খেলা শুরু হয়।

খেলার শুরুর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিপিএল ফুটবল এবারের আসরে রাজশাহী ভেন্যুর উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ ও জেলা প্রশাসক আব্দুল জলিল। এসময় অতিথিবৃন্দ উভয় দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

খেলায় নবাগত ফর্টিস এফসি লিমিটেডের বিরুদ্ধে উভয়ার্ধে প্রাধান্য বিস্তার করে বসুন্ধরা কিংস। প্রথমার্ধে উভয় দলের আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্যে পেরোলেও ৪৫ মিনিট শেষে অতিরিক্ত সময়ে বসুন্ধরা কিংসের পক্ষে প্রথম গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মিগুয়েল।

দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটের মাথায় উজবেকিস্তানের খেলোয়াড় গফুরোভের শর্টে ফটিসের রক্ষণভাগের খেলোয়াড়ের পায়ে লেগে বল গোলে প্রবেশ করলে ২-০ গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। এছাড়াও বেশ কয়েকটি গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়ে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা।

প্রসঙ্গত, ২-০ ব্যবধানে জয় নিয়ে দুই খেলা শেষে ৬ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে জায়গা করে নিলো গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top