রাজশাহী শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


চোট পেয়ে মাঠের বাইরে মাহমুদউল্লাহ


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০১৯ ০৭:১৬

আপডেট:
১৮ মে ২০২৪ ১৫:১৮

ছবি: মাহমুদউল্লাহ রিয়াদ

দলের বিপর্যয়ে মুশফিকুর রহিমের সঙ্গে দারুণ পার্টনারশিপ গড়ে ব্যাট করছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ১৯তম ওভারে হ্যামিস্ট্রিংয়ে চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হলো তাকে। মুশফিকে-মাহমুদউল্লাহর পঞ্চম উইকেট জুটিতে আসে ৬৯ রান। মাঠ ছাড়া পর্যন্ত ৪১ বলে ৭টি চারে ৩৯ রান করেন রিয়াদ। তার পরিবর্তে মাঠে নেমেছেন মেহেদী হাসান মিরাজ।

এই টেস্টে চোট বাংলাদেশকে যেন পেয়ে বসেছে। প্রথম ইনিংসে ইনজুরিতে তো ছিটকেই যান লিটন দাশ ও নাঈম হাসান। আইসিসির কনকাশন নিয়মে তাদের পরিবর্তে দলে সুযোগ পান মিরাজ ও তাইজুল ইসলাম। এবার সর্বশেষে ইনজুরিতে মাহমুদউল্লাহ।

পেসারদের স্বর্গভূমি পরিণত হওয়া ইডেন গার্ডেন্সে নিজেদের যেন বিলিয়ে দিলেন মোহাম্মদ মিঠুন ও ইমরুল কায়েস। শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপর্যস্ত বাংলাদেশের হয়ে তারা অসহায় আত্মসমর্পণ করলেন!

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top