রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


অন্তঃসত্বার কারণে ক্রিকেট থেকে বিরতির ঘোষণা নিউজিল্যান্ড অধিনায়কের


প্রকাশিত:
২১ আগস্ট ২০১৯ ১০:০৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:২৩

 অ্যামি স্যাটার্থওয়েট অ্যামি স্যাটার্থওয়েট ক্রিকেট থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন।

অন্তঃসত্বার কারণে ক্রিকেট থেকে তিনি সাময়িক বিরতি দিয়েছেন বলে জানিয়েছেন। সেইসাথে ২০২০ সালের জানুয়ারিতে নিজের প্রথম সন্তান জন্মদানের আশা করছেন অ্যামি । 

অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতি নিলেও কিউই অধিনায়ক নিজ দেশে অনুষ্ঠিতব্য ২০২১ সালের ৫০ ওভারের আইসিসি নারী বিশ্বকাপে ফেরার দিকে চোখ রাখছেন। অন্তঃসত্বা হওয়ার খবর পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্যাটারওয়েট। ৩২ বছর বয়সী অলরাউন্ডার বলেন, ‘এই নতুন অধ্যায়ের জন্য আমার অপেক্ষা সইছে না।’ 

স্যাটার্থওয়েট এবং ২৮ বছর বয়সী বোলার লিয়া তাহুহু’র বাগদান হয় ২০১৪ সালে। ২০১৭ সালের মার্চে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন।  ২০১০ সাল থেকে অলরাউন্ডার তার জাতীয় দলের সতীর্থের সাথে বসবাস করছেন। 

 

অ্যামি স্যাটার্থওয়েট ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, ১১৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন । ২০০৭ সালে নিউজিল্যান্ডের জার্সিতে অভিষেক হয় স্যাটার্থওয়েটের। ২০১৭ সালে ওয়ানডে ম্যাচে টানা চার ইনিংসে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন প্রথম নারী ক্রিকেটার হিসেবে। 



আপনার মূল্যবান মতামত দিন:

Top