রাজশাহী মঙ্গলবার, ১১ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


তামিম-ওয়াটশনে খুলনা টাইটান্সের তীব্র আগ্রহ


প্রকাশিত:
২০ আগস্ট ২০১৯ ২৩:০৭

আপডেট:
১১ মার্চ ২০২৫ ১৭:১৮

আসছে বিপিএল।ফ্র্যাঞ্চাইজিগুলো পছন্দের ক্রিকেটার ধরে রাখতে মরিয়া। এবার চ্যাম্পিয়ন হওয়াটাই খুলনার লক্ষ্য।আর সে চিন্তা থেকেই তারা এ+ ক্যাটাগরির তামিম ইকবালের সঙ্গে কথা বলেছেন এবং অস্ট্রেলিয়ান তারকা শেন ওয়াটসনকেও চান।

সোমবার বিপিএল গভর্নিং কাউন্সিলের ঘটা করে ডাকা বৈঠকে ফ্র্যাঞ্চাইজিরা আইকন বা এ+ ক্যাটাগরির ক্রিকেটার ধরে রাখার পাশাপাশি অন্তত দুজন তারকা ক্রিকেটারকে আগাম দলে ভেড়াতে চাচ্ছে। ফ্র্যাঞ্চাইজিরা বিপিএলের লভ্যাংশং দাবির কথাও শোনা যাচ্ছে। এমন দাবির প্রেক্ষিতে বিপিএল গভর্নিং কাউন্সিল জবাবে ফ্র্যাঞ্চাইজি ফি বাড়াতে চাচ্ছে।ইতোমধ্যে খুলনা টাইটান্সের মালিক জেমকন গ্রুপের অন্যতম শীর্ষকর্তা কাজী ইনাম ফ্র্যাঞ্চাইজি ফি বাড়ানোর পক্ষে মত দিয়েছেন।

তার ভাষ্য, ‘আমরা যদি রেভিনিউ শেয়ার চাই তাহলে তাদের (বিপিএল গভর্নিং কাউন্সিল) কথা হচ্ছে আমাদের ফ্র্যাঞ্চাইজি ফি আরও বেশি দিতে হবে। এটা যৌক্তিক। কেননা আমি যদি লভ্যাংশ নেই, তাহলে আমার ফ্র্যাঞ্চাইজি ফি বাড়তেই পারে। সেটা নিয়ে কথা হয়েছে। কিভাবে আমরা ফি বাড়িয়ে নিয়ে রাইট ভ্যালু নিতে পারি।’

তবুও কাজী ইনাম তামিম ইকবাল ও অস্ট্রেলিয়ান তারকা শেন ওয়াটসনকেই চান। সোমবার বিকেলে বিসিবি অফিসে বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে বৈঠকে অংশ নিয়ে বেরিয়ে যাওয়ার আগে উপস্থিত সাংবাদিকদেরকে কাজী ইনাম জানান, আগের বার বিপিএল শেষে জানানো হয়েছিল স্থানীয় আর বিদেশী মিলে চারজন ক্রিকেটারকে রেখে দেয়া যাবে। ‘গত বছর যখন আলাপ হয়েছিল, একটা ধারণা ছিল চারটা রিটেনশন থাকবে ফরেন এবং লোকাল প্লেয়ার মিলিয়ে। সে আলোকে খুলনা টাইটান্স শেন ওয়াটসনের সঙ্গে কথা বলেছে। আমরা এটা ঘোষণা দিয়েছি।’

অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ওয়াটসনের ব্যাপারে কাজী ইনাম বলেন, ‘শেন ওয়াটসনের সঙ্গে আমাদের যে আলাপ হয়েছে তা কিন্তু আমি বলেছি। ফেসবুক পেজে শেয়ার করেছি। তার সঙ্গে চুক্তি হয়েছে। সে কিন্তু বিগব্যাশ খেলবে না। পরের দুই বছর সে বিপিএল খেলতে আসতে আগ্রহী। এটা কিন্তু শুধু খুলনা টাইটান্সের বিষয় নয়। এটা বিপিএলের জন্যই অনেক বিশাল ব্যাপার। বিবিএল বাদ দিয়ে সে কিন্তু বিপিএল খেলতে চাইছে। আমি চাইব সরাসরি সাইনিংয়ের একটা অবস্থা থাকবে। যার সাথে আমার চুক্তি হয়েছে সে যেন অবশ্যই খেলতে পারে।’


এদিকে দেশীয় তারকা মাহমুদউল্লাহ রিয়াদ সম্পর্কে কাজী ইনাম বলেন, ‘রিয়াদ আমাদের তিন বছর আইকন ছিল। আমরা অন্য আইকনের সঙ্গেও কথা বলতে পারি। সেভাবেই আমরা আলোচনা করেছিলাম। তামিম ইকবালের যে কথাটা বলছেন। তাঁর সঙ্গে আসলে আমাদের কথা হয়েছিল। আমরা অফিশিয়ালি কিন্তু বলিনি।’

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top