ওয়াজ মাহফিলে বয়ান শুনতে শুনতেই মুসল্লির মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ইসলামী ওয়াজ শুনতে শুনতে মাহফিলেই মারা গেছেন এক মুসুল্লি।
রোববার রাত ১১টার দিকে ভূঞাপুর উপজেলার টেপিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
পাঁচ গ্রামের যৌথ উদ্যোগে টেপিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী ইসলামী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।
স্থানীয় সূত্র জানায়, ইসলামী ওয়াজ মাহফিলের শেষ দিনে মাহফিল চলাকালে রাত ১১টার দিকে উপজেলার রায়ের বাসালিয়া গ্রামের সোহরাব আলী (৬০) নামে এক মুসুল্লি অসুস্থতা বোধ করেন। তিনি উঠে দাঁড়াতেই মাটিতে পড়ে যান। মুসল্লিরা ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ২নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর খন্দকার শরিফুল আলম সোহেল জানান, ওয়াজ মাহফিলের শেষ দিনে সোহরাব আলী নামে এক মুসল্লি বয়ান শুনতে শুনতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পাশে থাকা মুসল্লিরা তাকে নিয়ে ভূঞাপুর হাসপাতালে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরপি/ এএস
বিষয়: ওয়াজ মাহফিল
আপনার মূল্যবান মতামত দিন: