রাজশাহী রবিবার, ২৭শে এপ্রিল ২০২৫, ১৪ই বৈশাখ ১৪৩২


হাজিদের সুবিধার্থে ওমরার নতুন নির্দেশনা


প্রকাশিত:
২৭ মার্চ ২০২৩ ০৫:৩৮

আপডেট:
২৭ এপ্রিল ২০২৫ ০৪:৪০

ফাইল ছবি

পবিত্র রমজান মাসে কেউ চাইলে দুইবার ওমরা পালন করতে পারবে না। এই সময়ের মধ্যে একবারই ওমরা পালন করতে হবে। এমনটাই জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

রোববার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইসলামিক ইনফরমেশন।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, যারা হজ করতে চায় তাদের নুসুক অ্যাপ থেকে অনুমোদন নিতে হবে। নির্ধারিত সময়কে গুরুত্ব দিতে হবে বলেও জানানো হয়।

তবে ওমরাহ’র তারিখ পরিবর্তনের কোনো অপশন নেই। তাই অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডিলিট করে ফের নতুন করে অনুমোদন নেওয়া যাবে।

যারা রমজান মাসে ওমরাহ পালন করতে চায় তাদের জন্য এই সিদ্ধান্ত সুবিধাজনক হবে। স্বস্তির সঙ্গে মানুষ ওমারাহ পালন করতে পারবে বলেও জানানো হয়। 

 

 

আরপি/এসআর-২৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top