রাজশাহী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


হজযাত্রীদের বিমানভাড়া দেড় লাখ টাকা করার সুপারিশ


প্রকাশিত:
১৬ মার্চ ২০২৩ ০৩:৪০

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ১৭:৪৯

ফাইল ছবি

পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি গমনেচ্ছুদের বিমানভাড়া কমিয়ে দেড় লাখ টাকা করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বুধবার (১৫ মার্চ) জাতীয় সংসদের ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, জিন্নাতুল বাকিয়া, মোসা. তাহমিনা বেগম এবং রত্না আহমেদ অংশ নেন।

আসন্ন হজের ব্যয় বাড়ানোয় হজযাত্রীদের বিমানভাড়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা থেকে কমিয়ে এক লাখ ৫০ হাজার টাকা করার সুপারিশ করেছে ওই কমিটি।

এছাড়া বৈঠকে হজযাত্রীদের চিকিৎসায় যে মেডিকেল টিম পাঠানো হয়, সেখানে হার্ট, অ্যাজমা, ডায়বেটিস রোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের অন্তর্ভুক্তির জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

এদিকে হজযাত্রীদের সহায়তায় সৌদির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির কার্যক্রমকে দ্রুত সমাপ্তির সুপারিশও করেছে ওই কমিটি।

এসময় ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি গমনেচ্ছুদের বিমানভাড়া কমিয়ে দেড় লাখ টাকা করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বুধবার (১৫ মার্চ) জাতীয় সংসদের ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, জিন্নাতুল বাকিয়া, মোসা. তাহমিনা বেগম এবং রত্না আহমেদ অংশ নেন।

আসন্ন হজের ব্যয় বাড়ানোয় হজযাত্রীদের বিমানভাড়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা থেকে কমিয়ে এক লাখ ৫০ হাজার টাকা করার সুপারিশ করেছে ওই কমিটি।

এছাড়া বৈঠকে হজযাত্রীদের চিকিৎসায় যে মেডিকেল টিম পাঠানো হয়, সেখানে হার্ট, অ্যাজমা, ডায়বেটিস রোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের অন্তর্ভুক্তির জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

অন্যদিকে হজযাত্রীদের সহায়তায় সৌদির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির কার্যক্রমকে দ্রুত সমাপ্তির সুপারিশও করেছে ওই কমিটি।

এসময় ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে হাইকোর্টের নির্দেশনার প্রেক্ষিতে হজের প্যাকেজমূল্য বেশি ধরার কারণ ব্যাখ্যা করে ধর্ম মন্ত্রণালয়। তাদের মতে— বিমানভাড়া বৃদ্ধি, ডলারের দামবৃদ্ধি, বাসাভাড়া ও মোয়াল্লেম ফি বাড়ায় এবারের হজ প্যাকেজের দামও বাড়ানো হয়েছে।

বুধবার (১৫ মার্চ) দুপুরে বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই ব্যাখ্যা দেয় ধর্ম মন্ত্রণালয়। ১৪ মার্চ বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ হজের প্যাকেজমূল্য বেশি ধরার ব্যাখ্যা দিতে ধর্ম মন্ত্রণালয়ের প্রতি নির্দেশ জারি করেন।

উল্লেখ্য, সম্প্রতি সরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমে হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করেছে সরকার। অন্যদিকে কোরবানি ছাড়াই এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য সর্বনিম্ন প্যাকেজ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। যা গত বছর ছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা। অর্থাৎ গত মৌসুমের চেয়ে দেড় লাখ টাকা বেড়েছে এবারের হজ খরচ।

এদিকে এক বছরের ব্যবধানে হজের খরচ প্রায় দেড় লাখ টাকা বেড়ে যাওয়া নিয়ে সমালোচনা চলছে বিভিন্ন মহলে। যার প্রভাব পড়ছে হজের আগাম নিবন্ধনেও। খরচ বৃদ্ধির কারণ দেখিয়ে এবার হজে যাওয়া ইচ্ছাও বাদ দিচ্ছেন অনেকে। তার মধ্যে কেউ কেউ হজ না করে ওমরাহ করার জন্য যাচ্ছেন সৌদি আরবে।

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top