সস্ত্রীক করোনায় আক্রান্ত ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা উত্তরার বাসায় আইসোলেশনে আছেন।
সোমবার বিএনপির মহাসচিবের স্ত্রীর করোনা পজিটিভির রিপোর্টের বিষয়টি নিশ্চিত হয়। আজ মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়।
গতকাল মহাসচিব ও তার স্ত্রী অসুস্থ বোধ করলে করোনা পরীক্ষা করান। গতকালই স্ত্রী রাহাত আরা বেগমের করোনা পজিটিভ নিশ্চিত করা হয়। তাদের করোনা পজিটিভির বিষয়টি পারিবারিক ও বিএনপির মিডিয়া উইং নিশ্চিত করেছে।
আরপি/এসআর-১১
আপনার মূল্যবান মতামত দিন: