প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন কূটনীতিকেরা

সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ভারতে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকেরা।
বৃহস্পতিবার নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা জানাতে আয়োজিত অনুষ্ঠানে এ শুভেচ্ছা বিনিময় করেন।
পরে তিনি নয়াদিল্লির বাংলাদেশ ভবনে কূটনীতিকদের সঙ্গে নৈশভোজও করেন।
এর আগে বাংলাদেশ হাইকমিশনের মৈত্রী হলে শেখ হাসিনা এসে পৌঁছালে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক এবং ভারতীয় ও বিদেশি সাংবাদিকদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন।
হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
এদিকে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশ হাউজে তার সম্মানে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের দেয়া নৈশভোজে যোগ দেন।
আরপি/ এমএএইচ
বিষয়: শুভেচ্ছা বিনিময়
আপনার মূল্যবান মতামত দিন: