রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


করোনাকে জয় করলেন তথ্যমন্ত্রী


প্রকাশিত:
২৫ অক্টোবর ২০২০ ১৮:৫১

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৩৭

ফাইল ছবি

করোনা ভাইরাস মুক্ত হলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ মকবুল হোসেন রোববার এ তথ্য নিশ্চিত করেন। এপিএস বলেন, মাননীয় মন্ত্রী গতকাল (শনিবার) পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন, আজ সকালে রিপোর্ট পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ রিপোর্ট নেগেটিভ এসেছে।

তিনি আরও বলেন, মন্ত্রী মহোদয় এখনো বিএসএমএমইউ-তে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে আছেন। আজকে হয়তো তিনি বাসায় ফিরতে পারবেন।

গত ১৬ অক্টোবর করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন হাছান মাহমুদ। ওই দিনই তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। পরে তাকে বিএসএমএমইউ-তে স্থানান্তর করা হয়।

হাসপাতালে ভর্তি থাকলেও মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো ছিল। হাসপাতাল থেকেই তিনি ফাইলে স্বাক্ষর করছেন বলে তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল। 

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top