জীবনযুদ্ধে হেরে গেলেন স্যানিটাইজার থেকে লাগা আগুনে দগ্ধ ডা. রাজিব

জীবনযুদ্ধে হেরে গেলেন জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার থেকে লাগা আগুনে দগ্ধ ডা. রাজিব ভট্টাচার্য (৩৬)।
ছয়দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।
সম্প্রতি রাজধানীর হাতিরপুলের একটি বাসায় স্যানিটাইজার থেকে লাগা আগুনে সস্ত্রীক দগ্ধ হন। তার স্ত্রী ডা. অনুসূয়া ভট্টাচার্য (৩২) দগ্ধ অবস্থায় ওই হাসপাতালেই চিকিৎসাধীন।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরপি / এমবি-১
আপনার মূল্যবান মতামত দিন: