রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


করোনা জয়ী ৭ পুলিশ প্লাজমা দিতে প্রস্তুত


প্রকাশিত:
২ জুলাই ২০২০ ১৩:৩৩

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০৬:৪০

ছবি: সাভার মডেল থানার করোনা জয়ী ৭ পুলিশ সদস্য

রাজধানী ঢাকার সাভার মডেল থানার করোনা জয়ী ৭ পুলিশ সদস্য প্লাজমা দিতে প্রস্তুত আছেন। কেভিড-১৯ থেকে সুস্থ হয়ে ফিরে করোনা আক্রান্ত বাকি মানুষদের করোনামুক্ত করতে চান তারা।

বুধবার (১ জুলাই) সন্ধ্যায় সাভার মডেল থানার করোনা জয়ী সাত পুলিশ সদস্য সম্পূর্ণ সুস্থ হয়ে থানায় যোগদান করেন।

এ সময় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ ওই সাত পুলিশ সদস্যকে ফুলের উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেন ও উপস্থিত সবাইকে মডেল থানার পক্ষ থেকে মিষ্টি মুখ করানো হয়।

করোনা জয়ী সাত পুলিশ সদস্য হলেন- আব্দুল হান্নান (৫৪), জিহাদ (৩০), বাবু (৩০), জুয়েল (৩০), অজয় কুমার (২১), সেলিম (২৯) ও আলামিন (২২)।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, আমাদের থানার সাত পুলিশ সদস্য আজ করোনা মুক্ত হয়েছেন। তারা আজ থেকে কাজে যোগদান করেছেন। মানুষকে বাঁচাতে করোনা জয়ী এ সাত জন কনস্টেবল প্লাজমা দেওয়ার জন্য সব সময় প্রস্তুত রয়েছে। 

 

আরপি/আআ-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top