নোয়াখালী
শিশুসহ অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালীতে তিন বছরের মেয়ে শিশুসহ এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গৃহবধূর বাবার বাড়ির অভিযোগ, তাদের মেয়েকে হত্যা করা হয়েছে। তাদের মেয়ে অন্তঃসত্ত্বা ছিল বলে দাবি তাদের। এ ঘটনায় নিহত নারীর শ্বশুরকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকালে সুধারাম থানার আন্দারচর ইউনিয়নের কাজীরহাট গ্রাম থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। সুধারাম থানার ওসির বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে যুগান্তর।
নিহত গৃহবধূর নাম পান্না বেগম (২২)। অপরজন লামিয়া (৩) পান্না বেগমের মেয়ে। পান্নার স্বামীর নাম সুমন।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সুধারাম থানার ওসি মো. নবীর হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কাজীরহাট গ্রামে শ্বশুরবাড়ি থেকে পান্না বেগমের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন পান্না। আর পান্নার বাবার বাড়ির লোকজনের দাবি- এটি হত্যাকাণ্ড। পান্না অন্তঃসত্ত্বা ছিল।
বসতঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের পর এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড সেটি নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি।
এ ঘটনায় পান্নার শ্বশুর আইয়ুব আলীকে আটক করা হয়েছে বলে জানান ওসি। তবে পান্নার স্বামীর বিষয়ে কোনো অভিযোগ নেই বলে জানান ওসি।
আরপি/এসআর
বিষয়: নোয়াখালী লাশ উদ্ধার গৃহবধূ আটক
আপনার মূল্যবান মতামত দিন: