রাজশাহী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


২৬ বাংলাদেশি হত্যা: দুই মানবপাচারকারীকে রিমান্ডে চায় সিআইডি


প্রকাশিত:
৩ জুন ২০২০ ২১:২৭

আপডেট:
১৭ মে ২০২৪ ১৪:৩২

ছবি: সংগৃহীত

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যা ও মানবপাচারের ঘটনায় করা মামলায় দুই মানব পাচারকারী মাহবুবুর রহমান ও সাহিদুর রহমানকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছেন মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।তারা ৩৩ ও ৩৪ নং মামলার এজহারনামীয় আসামী।

আজ বুধবার (৩ জুন) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এসময় পল্টন থানায় মানব পাচারের ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত সংস্থা সিআইডি। ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে আদালত সুত্রে জানা গেছে।

এর আগে লিবিয়ায় মানব পাচারের ঘটনায় ৩৮ জনকে আসামি করে রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির উপ-পরিদর্শক (এসআই) রাশেদ ফজল ।মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে ও হত্যার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।মামলা নম্বর ১। মামলার এজহারে আসামি হিসেবে ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৩০-৩৫ জনকে।

উল্লেখ্য, গত ২৮ মে লিবিয়া সাহারা মরুভূমি অঞ্চলের মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করা হয়। এতে আহত হয় আরও ১১ জন।

বাংলাদেশিসহ ওই অভিবাসীদের মিজদা শহরের একটি জায়গায় টাকার জন্য জিম্মি করে রেখেছিল মানবপাচারকারী চক্র। এ নিয়ে এক পর্যায়ে ওই চক্রের সঙ্গে মারামারি হয় অভিবাসী শ্রমিকদের। এতে এক মানবপাচারকারী নিহত হয়। তারই প্রতিশোধ হিসেবে সেই মানবপাচারকারীর লোকজন এ হত্যাকাণ্ড ঘটায়।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top