রাজশাহী সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২


একদিনে রেকর্ড ২ হাজার ৫২৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২৩


প্রকাশিত:
৩০ মে ২০২০ ০১:২১

আপডেট:
২৮ এপ্রিল ২০২৫ ২১:২৬

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৩ জন। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫৮২ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৮৪৪ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৩০১টি। নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৯৮২টি। এর আগে, গতকাল বৃহস্পতিবার দেশে একদিনে রেকর্ড ২ হাজার ২৯ জন করোনা রোগী শনাক্ত হয়। করোনা আক্রান্ত হয়ে মারা যান আরও ১৫ জন।

আজ শুক্রবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

 

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top