রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


রোহিঙ্গা ক্যাম্পেও করোনার হানা


প্রকাশিত:
১৫ মে ২০২০ ১৫:২৬

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ২১:৫১

রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ছবি

দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার ৬৬ দিন পর কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আঘাত হানলো করোনাভাইরাস।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা টেস্টে বৃহস্পতিবার ২ জন রোহিঙ্গা শরণার্থীর করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। তারা ২ জনই পুরুষ এবং রেজিস্টার্ড রোহিঙ্গা।
তাদের একজন হল-উখিয়া উপজেলার লম্বাশিয়া এলাকার ১ নম্বর পশ্চিম ক্যাম্পের বাসিন্দা। তাকে আইওএম এর ২ নম্বর ক্যাম্পের পশ্চিম ব্লকে স্থাপিত আইসোলেশন হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
অপরজন হল-কুতুপালং ১নং ক্যাম্পে শরণার্থী। তাকেও তাৎক্ষণিক এমএসএফ এর ওসিআই আইসোলেশন হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
আরআরআরসি অফিসের স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু মো. তোহা জানান, করোনা আক্রান্ত রোগীদের পরিবারের সদস্য ও তাদের সংস্পর্শে আসা সবাইকে চিহ্নিত করে কোয়ারান্টিনে রাখা হয়েছে। শুক্রবার তাদের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে টেস্টের জন্য পাঠানো হবে।

 

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top