রাজশাহী রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


গোপালগঞ্জে নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত


প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২০ ১৯:০৮

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১৫:০২


গোপালগঞ্জে নতুন করে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ১৮ পুলিশ সদস্যসহ মোট ৪২ জন করোনা রোগী শনাক্ত হলো। আক্রান্তদের মধ্যে এক দম্পতি ও মকসুদপুর থানার সাত পুলিশ সদস্যসহ মোট ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

রোববার (২৬ এপ্রিল) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, জেলার বেশ কয়েকজনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। সেখানে থেকে টুঙ্গিপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারীসহ দুজন ও সদর উপজেলার এক ব্যক্তির পজেটিভ রিপোর্ট আসে।

করোনাভাইরাসে আক্রান্ত ওই তিনজনকে আইসোলেশন ওয়ার্ডে নেওয়ার পাশাপাশি তাদের পররিরের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে মোট ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে জেলায় ৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে মুকসুদপুর থানার ১৮ জন পুলিশ সদস্য ও একজর ডাক্তার, কাশিয়ানী উপজেলায় পাঁচজন, গোপালগঞ্জ সদর উপজেলায় ছয়জন, টুঙ্গিপাড়া উপজেলায় সাতজন ও কোটালীপাড়া উপজেলায় এক নার্সসহ দুইজন রয়েছে।

 

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top