রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


মায়ের কাফনের কাপড় কিনতে গিয়ে লাশ হলেন ছেলে


প্রকাশিত:
২০ ডিসেম্বর ২০১৯ ০৭:৩৭

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৩৮

ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জ উপজেলার কিশোরগাড়ি গ্রামে মায়ের মৃত্যুতে তাকে দাফনের জন্য কাফনের কাপড় কিনতে গিয়ে ট্রাক্টর চাপায় ছেলে ভুট্টো (২৮) নিহত হয়েছেন। পীরগঞ্জ থানার ওসি সরেশ চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে  এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বুধবার রাতে পীরগঞ্জ উপজেলার কিশোরগাড়ি গ্রামে মৃত মজিবর রহমানের স্ত্রী জামিলা বেগম (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে তার বাসভবনেই মারা যান।

বৃহস্পতিবার সকালে ছেলে ভুট্টো মোটরসাইকেলে দুই স্বজনকে নিয়ে মাকে দাফনের জন্য কাফনের কাপড় কিনতে পীরগঞ্জ বাজারে যাচ্ছিল।

এ সময় পীরগঞ্জ লালদিঘি সড়কে বিপরীত দিকে ইটবোঝাই একটি ট্রাক্টর মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভুট্টো নিহত হন। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা তার দুই স্বজন আহত হন।

এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাক্টরটি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ট্রাক্টরের ড্রাইভারকে আটক করতে পারেনি পুলিশ।

পীরগঞ্জ থানার ওসি সরেশ চন্দ্র জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top