রাজশাহী মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৪, ৩রা আশ্বিন ১৪৩১


ঝিনাইদহ সীমান্তে ৪০ টি স্বর্ণের বারসহ আটক ২


প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২৪ ১২:০৩

আপডেট:
১৭ এপ্রিল ২০২৪ ২০:০০

ছবি: সংগৃহিত

ঝিনাইদহের মহেশপুরে সীমান্ত থেকে ৪০ পিস সোনার বারসহ দুজনকে আটক করেছে বিজিবি। সোমবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার ছয়ঘরিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ওই গ্রামের জসিম উদ্দিন (৫৩) ও হুমায়ন কবির (৪০)। মামলা দিয়ে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক এইচ এম সালাহউদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। সে সময় একটি মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে আসা দুই ব্যক্তির গতিরোধ করা হয়। পরে জসিম উদ্দিন ও হুমায়ন কবিরের দেহ তল্লাশি করে সাদা কাপড়ে মোড়ানো ৪০টি সোনার বার উদ্ধার করা হয়।

 

আরপি/আআ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top