রাজশাহী শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


এসডিজি বাস্তবায়নে মৎস্য ও প্রাণিসম্পদের উৎপাদন আরো বাড়াতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী


প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০১৯ ১০:১৯

আপডেট:
৭ ডিসেম্বর ২০১৯ ১০:২১

প্রধান অতিথির বক্তব্য রাখছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, এসডিজি বাস্তবায়নে মৎস্য ও প্রাণিসম্পদের উৎপাদন আরো বাড়াতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে দ্রুত এগিয়ে নিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ।

শুক্রবার রাজশাহী রাইফেল ক্লাব, নানকিং কনভেনশন হলে রাজশাহী বিভাগের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সকল মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে প্রতিমন্ত্রী একথা বলেন।

মৎস্য প্রতিমন্ত্রী তৃণমূল পর্যায় থেকে উন্নয়নের ভীত প্রতিষ্ঠা করার লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের সকল কর্মকর্তাদের অগ্রগতি ও সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন।

তিনি বলেন, যে সকল জেলা উপজেলাগুলো মৎস্য ও প্রাণি উৎপাদনে পিছিয়ে আছে তাদেরকে দ্রুত এগিয়ে নিতে হবে। ছোট ছোট খামার গড়ে তুলতে হবে এবং সকল জলাশয়ে মৎস্য চাষের ব্যবস্থা করতে হবে। সরকারের সঠিক দিক নির্দেশনায় কোনা কোন ক্ষেত্রে ইতোমধ্যেই মাছ, মাংস, ডিম ও দুধ চাহিদার দ্বিগুণ উৎপাদিত হচ্ছে বলে প্রতিমন্ত্রীকে জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চ পর্যায়ে শিক্ষা ব্যবস্থাসহ আইডি সেক্টরকে এগিয়ে নিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কিছু কিছু সমস্যার কথা প্রতিমন্ত্রীকে জানানো হয় তিনি তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পারভেজ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, প্রাণিসম্পদ বিভাগের মহাপরিচালক ডাঃ মো. আব্দুল জব্বার শিকদার, বিএলআরআই এর মহাপরিচালক নাথুরাম সরকার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একান্ত সচিব বিজয় কৃঞ্চ দেবনাথ।

এছাড়াও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা কামরুল ইসলাম ভুইয়াসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের উপপরিচালক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top