রাজশাহী শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


সারাদেশে সরকারের মদদে মাদকের জোয়ার বইছে: শিবির সভাপতি


প্রকাশিত:
৩০ নভেম্বর ২০১৯ ২০:৩৫

আপডেট:
১৮ মে ২০২৪ ২০:১৮

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ড. মোবারক হোসাইন অভিযোগ করেছেন, ‘দুঃখজনকভাবে সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে সারাদেশে মাদকের জোয়ার বইছে। নীতি নৈতিকতা ভুলে অর্থের লোভে সরকার দলীয় বিভিন্ন পর্যায়ের লোকেরা অনায়াসে মাদকের ব্যবসা করে যাচ্ছে।’

শুক্রবার (২৯ নভেম্বর) গাজীপুর মহানগর শাখার উদ্যোগে ধুমপান ও মাদকবিরোধী ক্যাম্পেইনে তিনি এসব কথা বলেন। কেন্দ্র-ঘোষিত স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইনের অংশ হিসেবে এই অনুষ্ঠান করে স্থানীয় শিবির। সংগঠনের প্রচার সম্পাদক শাহাদাত হোসাইন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।


শিবির সভাপতি বলেন, ‘জাতিকে আরও লজ্জার সঙ্গে দেখতে হয়েছে যে, অনেক পুলিশ সদস্য মাদক ব্যবসায়ীদের শুধু মদদই দিচ্ছে না বরং তাদের সঙ্গে যোগসাজশ করে মাদক ব্যবসা করে যাচ্ছে।’

মোবারক হোসাইন অভিযোগ করেন, ‘দেশে মাদক প্রবেশের প্রধান সড়ক কক্সবাজার এলাকার সরকার দলীয় এমপির প্রত্যক্ষ তত্ত্বাবধানে সারাদেশে মাদক ছড়িয়ে দেওয়া হয়েছে।’

সভায় ঢাকা মহানগর উত্তর জামায়াতের সভাপতি মো. সেলিম উদ্দিন বলেন, ‘এখনই মাদকের বিস্তার রোধ করতে না পারলে সমাজ বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তখন কেউই এর ভয়াবহ থাবা থেকে বাঁচতে পারবে না। এ অবস্থার পরিবর্তন করতে হবে। অবিলম্বে মাদকের প্রসার রোধে সরকারি মদদ বন্ধ করতে হবে।’

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top