রাজশাহী রবিবার, ২৭শে এপ্রিল ২০২৫, ১৫ই বৈশাখ ১৪৩২


করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে


প্রকাশিত:
২১ অক্টোবর ২০২২ ০৪:০৮

আপডেট:
২১ অক্টোবর ২০২২ ০৪:০৯

সংগৃহিত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮২ শতাংশ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে গতকাল করোনায় ২ জনের মৃত্যু হয়। একই সময়ে ৩০০ জনের করোনা শনাক্ত হয়। এতে গতকালের চেয়ে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৩ হাজার ৬৬২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪১১ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

আরপি/ এসএডি-5



আপনার মূল্যবান মতামত দিন:

Top