রাজশাহী বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


আড়াই ঘণ্টা পর ঢাকা-উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ স্বাভাবিক


প্রকাশিত:
২৯ নভেম্বর ২০১৯ ০০:১০

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৫৩

ছবি: সংগৃহীত

রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জামতৈল স্টেশনে অবস্থান করা বনলতা এক্সপ্রেসটি ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী রাজশাহী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে এ রুটে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

জামতৈল রেলস্টেশন মাস্টার আব্দুর রহমান বলেন, জামতৈল স্টেশনে থাকা বনলতা এক্সপ্রেসের ইঞ্জিন নিয়ে বিকল হওয়া রাজশাহী এক্সপ্রেসের ইঞ্জিনসহ বগিগুলোকে ঠেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনের তিন নম্বর লাইনে রাখা হয়। এরপর সকাল ১১টার দিকে বনলতা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এছাড়া ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পাঠানো হচ্ছে। রিলিফ ট্রেনটি আসার পর বিকল হওয়া ইঞ্জিনটা উদ্ধার করা হবে বলেও জানান তিনি।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top