রাজশাহী সোমবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৪, ৯ই আশ্বিন ১৪৩১


সুশাসন প্রতিষ্ঠায় অংশীজন সভা অনুষ্ঠিত


প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২১ ২২:৫২

আপডেট:
২৮ ডিসেম্বর ২০২১ ২২:৫৩

ছবি: অংশীজন সভা

জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনা- ২০২২ বাস্তবায়নে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের হলরুমে সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান এনডিসি। সভায় কর্মপরিকল্পনার লক্ষ্যমাত্রা ও অর্জন নিয়ে মাল্টিমিডিয়ায় প্রদর্শন করা হয়। এসময় বক্তারা কর্মপরিকল্পনা বাস্তবায়নে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। পরে সেবা প্রদান প্রতিশ্রুতি নিয়ে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সর্বস্তরের লোকজনের কাছে এ পরিকল্পনার তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে সভার আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।

সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল মোমেন, সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ডীন প্রফেসর মোহা.হাকিমসহ বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top