বাড়তে পারে শীতের তীব্রতা
 
                                সারাদেশের রাতের তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। এর ফলে সারাদেশে আরও বেশি শীত অনুভূত হতে পারে।
রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, কুয়াশা বাড়ার পাশাপাশি ঠান্ডা বাতাস আগের চেয়ে বেশি বইছে। ফলে শীতের অনুভূতি দ্রুত বাড়ছে। মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। রাতের তাপমাত্রায় খুব বেশি হেরফের না হলেও দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসায় শীতের অনুভূতি বেড়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় লঘুচাপটি অবস্থান করছে।
আরপি/এসআর-০৩

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: