রাজশাহী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


নিম্নচাপের প্রভাবে দেশ


প্রকাশিত:
১৪ নভেম্বর ২০২১ ২২:৩৯

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ১২:৪২

ফাইল ছবি

নিম্নচাপের প্রভাবে সারাদেশে ভোর থেকে বৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি আরো একদিন থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বৃষ্টির পরপরই শীতের প্রকোপ কিছুটা বাড়বে। আজ সারাদিনই আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে সারাদিন দেশের বিভিন্ন জায়গায় হতে পারে ঝিরঝিরে বৃষ্টি।

২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া বিভাগ জানায়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছিল। তবে রবিবার থেকে বৃষ্টি প্রবণতা কমে যেতে পারে।

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে ভারতের তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ এবং শ্রীলঙ্কায় প্রচুর বৃষ্টি হচ্ছে। গত বৃহস্পতিবার ওই দুই দেশের স্থলভাগে উঠে এটি স্থল নিম্নচাপে পরিণত হয়।

এর সঙ্গে থাকা প্রচুর মেঘ ভারতের ওই দক্ষিণ উপকূল ছাপিয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ পর্যন্ত চলে এসেছে। এ কারণে বৃহস্পতিবার থেকে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকার আকাশ মেঘলা হয়ে আছে।

 

আরপি/ এমএএইচ-০১



আপনার মূল্যবান মতামত দিন:

Top