রাজশাহী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১


দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা


প্রকাশিত:
১ নভেম্বর ২০২১ ২০:৩০

আপডেট:
৭ মে ২০২৪ ২০:৪৫

ফাইল ছবি

সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, শ্রীলঙ্কার অদূরে তামিলনাড়ু-উপকূলে লঘুচাপটি বিরাজমান রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গত শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৫৮ শতাংশ।

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top