রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


মুভমেন্ট পাস ওয়েবসাইটে ১৬ কোটি হিট


প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২১ ০১:৪৩

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০২:০১

ছবি: সংগৃহীত

সর্বাত্মক লকডাউনে চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। তবে জরুরি প্রয়োজনে বাইরে যেতে মুভমেন্ট পাস চালু করে পুলিশ। এ পাস পেতে লকডাউনের দ্বিতীয় দিন পর্যন্ত ওয়েবসাইটে প্রায় ১৬ কোটি বার হিট করা হয়েছে। এর মধ্যে রেজিস্ট্রেশন করতে পেরেছেন চার লাখ ৯৭৭ জন। আর পাস ইস্যু হয়েছে তিন লাখ ১৬ হাজার ৮০১।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টা থেকে আজ (বৃহস্পতিবার) সকাল ৯টা পর্যন্ত ১৫ কোটি ৯৯ লাখ ২২ হাজার বার মুভমেন্ট পাসের ওয়েবসাইটে হিট করা হয়েছে। প্রতি মিনিটে ১৪ হাজার ২৬ জন ওয়েব সাইটে প্রবেশ করছেন। তবে চার লাখ ৯৭৭ জন রেজিস্ট্রেশন করতে সক্ষম হয়েছেন।

মঙ্গলবার বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম রাজারবাগে মুভমেন্ট পাস অ্যাপের শুভ উদ্বোধন করেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

movementpass.police.gov.bd ওয়েবসাইটটিতে পাসের জন্য আবেদন করতে হয়। তবে শুরু থেকে পাসের জন্য ওয়েবসাইটে ঢুকে বিড়ম্বনায় পড়তে হয়েছে।

আরপি/ এসআই



আপনার মূল্যবান মতামত দিন:

Top