রাজশাহী বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


আজ পবিত্র শবে মেরাজ 


প্রকাশিত:
১১ মার্চ ২০২১ ১৫:১৮

আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ০৪:০৪

প্রতিকী ছবি

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য নিয়ে বৃহস্পতিবার (১১ মার্চ) দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালন করবেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের আকাশে ১৪৪২ হিজরি সালের পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ১৩ ফেব্রুয়ারি পবিত্র জমাদিউস সানি মাসের ৩০ দিন পূর্ণ হয়। আর ১৪ ফেব্রুয়ারি থেকে পবিত্র রজব মাস শুরু হয়। সে হিসাবে ১১ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে মিরাজ।

প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের উল্লেখযোগ্য প্রতিটি মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ‘লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও মোনাজাত অনুষ্ঠিত হবে বাদ জোহর। এতে সভাপতিত্ব করবেন সংস্থার মহাপরিচালক ড. মুশফিকুর রহমান। আলোচনা করবেন জাতীয় মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ মাওলানা রফিক আহমাদ ও জামেয়া ইসলামিয়া মাদ্রাসার শায়খুল হাদিস ড. মাওলানা মুশতাক আহমদ।

আরপি / এমবি-৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top