রাজশাহী রবিবার, ৫ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


করোনা মোকাবেলায় বাংলাদেশ-ভারত একযোগে কাজ করছে


প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২০ ০৬:২১

আপডেট:
৫ মে ২০২৪ ১৮:০৬

 

কোভিড-১৯ মহামারি মোকাবেলায় একসঙ্গে কাজ করছে বাংলাদেশ ও ভারত সরকার । দুই দেশই তাদের স্থিতিশীল অর্থনীতি এবং শক্তিশালী ব্যবসায়িক পরিবেশ দিয়ে বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা করার পাশাপাশি নতুন সুযোগগুলোও চিহ্নিত করতে পারবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকায় আয়োজিত এক ওয়েবিনারে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ এসব কথা বলেন। 

ভারতীয় হাইকমিশন জানায়, ‘কোভিড-১৯ পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য সহজতর করার সম্ভাব্য উপায় ও চ্যালেঞ্জসমূহ’- বিষয়ক ওয়েবিনার আয়োজন করা হয়। ঢাকার ভারতীয় হাই কমিশন ভারত-বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সহযোগিতায় এই ওয়েবিনারের আয়োজন করে।

এসময় ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ শিল্প নেতাদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, বিগত কয়েক মাসে দ্বিপক্ষীয় বাণিজ্যে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এ বছরের মার্চ মাসে পেট্রাপোল-বেনাপোল দিয়ে ট্রাক আসা যাওয়ার সংখ্যায় ইতিবাচক প্রবণতা দেখা গিয়েছে। চলমান মহামারির কারণে উভয় পক্ষের ব্যবসায়িক সংস্থাগুলো যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেগুলো মোকাবিলায় সমস্ত অংশীদারদের কাজ করতে হবে।

হাই কমিশনার আশা প্রকাশ করেন, ভারত-বাংলাদেশের অসাধারণ দ্বিপক্ষীয় সম্পর্কের পরিপ্রেক্ষিতে তারা শিগগির বর্তমান পরিস্থিতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নিতে সক্ষম হবে। মহামারি মোকাবিলায় উভয় সরকার একসঙ্গে কাজ করছে। দুই দেশই তাদের স্থিতিশীল অর্থনীতি এবং শক্তিশালী ব্যবসায়িক পরিবেশ দিয়ে বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করার পাশাপাশি নতুন সুযোগগুলোও চিহ্নিত করতে পারবে।

রীভা গাঙ্গুলি দাশ উদীয়মান অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যবসায়ী নেতাদের উদ্ভাবনী ধারণা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

ওয়েবিনারে ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল মাতলুব আহমেদ বলেন, বর্তমানে ব্যবসায়ী সম্প্রদায় অস্থায়ী অচলতার মুখোমুখি হলেও আমি আশাবাদী যে, এই প্রতিকূলতা কাটিয়ে বাণিজ্য আরও শক্তিশালী হয়ে উঠবে। এছাড়া, শক্তিশালী বাণিজ্যিক নেটওয়ার্ক গড়ে তুলতে দক্ষিণ এশীয় অঞ্চলে আরও সমন্বয়, সক্ষমতা বৃদ্ধি এবং জ্ঞান বণ্টনের প্রয়োজনীয়তা রয়েছে।

বাংলাদেশের শিল্প নেতারা বৈশ্বিক বাণিজ্যের নতুন চ্যালেঞ্জ এবং অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে তাদের ধারণা তুলে ধরেন।

এসময়ে ভারতীয় হাই কমিশন ও আইবিসিসিআইয়ের এই উদ্যোগের প্রশংসা করেন ব্যবসায়ী নেতারা।

গত ১৫ মার্চ সার্ক নেতাদের ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী আন্তঃআঞ্চলিক বাণিজ্যে ভ্রমণ বিধিনিষেধের প্রভাব এবং কোভিড-১৯ পরিস্থিতি বিষয়ে আলোচনার জন্য গত ৮ এপ্রিল সার্কভুক্ত দেশগুলোর ঊর্ধ্বতন বাণিজ্য কর্মকর্তাদের একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল।

 

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top