রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


রাজশাহী বিভাগে আরো ২০ জনের করোনা শনাক্ত


প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারি ২০২১ ০০:১৬

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১২:২০

প্রতিকী ছবি

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ২০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বুধবার নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার বিভাগের রাজশাহীতে চারজন, নওগাঁয় চারজন, জয়পুরহাটে একজন, নাটোরে তিনজন, বগুড়ায় চারজন এবং পাবনায় চারজন নতুন রোগী শনাক্ত হয়েছেন।এ দিন বিভাগে ২৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে ১০ জনের বাড়ি পাবনা। এছাড়া এ দিন রাজশাহীর পাঁচজন, নাটোরের তিনজন এবং বগুড়ার পাঁচজন করোনামুক্ত হয়েছেন।

বুধবার বিভাগে করোনাভাইরাসে নতুন করে কারও মৃত্যু হয়নি। বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯৪ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৫২৭ জন।এদের মধ্যে ২৩ হাজার ৮৮৬ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯৮২ জন কোভিড-১৯ রোগী।

আরপি/ এসআই-৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top