মৃত্যুশূন্য রাজশাহী বিভাগে ৮ জনের করোনা
-2022-02-26-20-20-05.jpg)
রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর কোনো খবর পাওয়া যায় নি। বিভাগে করোনা শনাক্ত হয়েছে আরও ৮ জনের। এদিন বিভাগে নমুনা পরীক্ষা হয়েছে ২১৯ জনের। এ নিয়ে বিভাগে মোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৯৯ জনে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। প্রতিবেদন অনুযায়ী, এদিন সর্বোচ্চ ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে সিরাজগঞ্জে। জেলায় করোনা সংক্রমণের হার ৭ শতাংশ।
এছাড়াও রাজশাহীতে ৪৬ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৪ শতাংশ।
বগুড়ায় ১১২ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ২ শতাংশ।
এদিন পাবনায় ২ জন ও চাঁপাইনবাবগঞ্জে ১ জনের নমুনা পরীক্ষা করলেও তাদের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায় নি। এছাড়া নাটোর, নওগাঁয় ও জয়পুরহাটে করোনার নমুনা পরীক্ষা হওয়ায় করোনা শনাক্ত হয় নি।
এদিকে বিভাগজুড়ে এ পর্যন্ত করোনা জয় করেছেন ১ লাখ ১৩ হাজার ২৮৭ জন। এদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০৬ জন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ১৯ হাজার ৪৩৩ জন। গত একদিনে ভর্তি হয়েছেন ৭ জন।
এছাড়াও করোনা আক্রান্ত হয়ে বিভাগজুড়ে মারা গেছেন ১ হাজার ৭৪৪ জন। মৃতদের মধ্যে সর্বোচ্চ ৭০৫ জন বগুড়া জেলার বাসিন্দা।
এছাড়াও রাজশাহীর ৩৪০ জন, নাটোরের ১৭৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬৩ জন, নওগাঁর ১৫০ জন, সিরাজগঞ্জের ৯৮ জন, জয়পুরহাটের ৬৭ জন এবং পাবনার ৪২ জন মারা গেছেন।
বর্তমানে করোনা আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ২ জন। গত একদিনে কোয়ারেন্টাইন শেষ করেছেন ১৫০ জন। বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৬১ জন।
আরপি/এসআর-০৭
আপনার মূল্যবান মতামত দিন: