রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


মৃত্যুশূন্য বিভাগে ৭৯ জনের করোনা


প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারি ২০২২ ০৭:৩১

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৫৩

ফাইল ছবি

রাজশাহী বিভাগে গত ২৪ একদিনে আরও ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে নমুনা পরীক্ষা হয়েছে ৮২৫ জনের। এ নিয়ে বিভাগে মোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৭০৮ জনে। এদিন বিভাগের কোথাও করোনায় মৃত্যুর কোনো খবর পাওয়া যায় নি।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। প্রতিবেদন অনুযায়ী, এদিন সর্বোচ্চ ১৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে নাটোরে। জেলায় করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ১৯ দশমিক ০০ শতাংশে।

এছাড়াও রাজশাহীতে ১৪৫ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৫ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৩ দশমিক ০০ শতাংশ।

চাঁপাইনবাবগঞ্জে ৪২ জনের নমুনা পরীক্ষা করে কারোই করোনা শনাক্ত হয় নি।

নওগাঁয় ৩৫ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৩ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৯ দশমিক ০০ শতাংশ।

পাবনায় ৭৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৮ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১১ দশমিক ০০ শতাংশ।

সিরাজগঞ্জে ১৪৫ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৪ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১৭ দশমিক ০০ শতাংশ।

বগুড়ায় ১৩৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৪ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৩ দশমিক ০০ শতাংশ।

জয়পুরহাটে ৭৫ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৩ দশমিক ০০ শতাংশ।

এদিকে বিভাগজুড়ে এ পর্যন্ত করোনা জয় করেছেন ১ লাখ ১২ হাজার ৬৬৬ জন। এদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৬৫ জন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ১৯ হাজার ৪১৮ জন। গত একদিনে ভর্তি হয়েছেন ১২ জন।

এছাড়াও করোনা আক্রান্ত হয়ে বিভাগজুড়ে মারা গেছেন ১ হাজার ৭৪৩ জন। মৃতদের মধ্যে সর্বোচ্চ ৭০৪ জন বগুড়া জেলার বাসিন্দা।

এছাড়াও রাজশাহীর ৩৪০ জন, নাটোরের ১৭৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬৩ জন, নওগাঁর ১৫০ জন, সিরাজগঞ্জের ৯৮ জন, জয়পুরহাটের ৬৭ জন এবং পাবনার ৪২ জন মারা গেছেন।

বর্তমানে করোনা আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ৬৮ জন। গত একদিনে কোয়ারেন্টাইন শেষ করেছেন ১৭৭ জন। বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১০৫ জন।

 

 

 

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top