রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


মৃত্যুশূন্য বিভাগে আরও ৯৬ জনের করোনা


প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারি ২০২২ ০৫:৩৪

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০৬:০০

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে আরও ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে নমুনা পরীক্ষা হয়েছে ১ হাজার ৪৭৫ জনের। এ নিয়ে বিভাগে মোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৬২৯ জনে। এদিন বিভাগের কোথাও করোনায় মৃত্যুর খবর পাওয়া যায় নি।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। প্রতিবেদন অনুযায়ী, এদিন সর্বোচ্চ ৬৭০ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে পাবনায়। জেলায় করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ০০ শতাংশে।

এছাড়াও রাজশাহীতে ২১২ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১০ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৫ দশমিক ০০ শতাংশ।

চাঁপাইনবাবগঞ্জে ৮২ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৩ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৪ দশমিক ০০ শতাংশ।

নাটোরে ৬৬ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১২ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১৮ দশমিক ০০ শতাংশ।

নওগাঁয় ২৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৩ দশমিক ০০ শতাংশ।

সিরাজগঞ্জে ১৫৮ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২২ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১৪ দশমিক ০০ শতাংশ।

বগুড়ায় ১৩৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৪ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৩ দশমিক ০০ শতাংশ।

জয়পুরহাটে ১২৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৯ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৭ দশমিক ০০ শতাংশ।

এদিকে বিভাগজুড়ে এ পর্যন্ত করোনা জয় করেছেন ১ লাখ ১২ হাজার ২০১ জন। এদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৮৯ জন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ১৯ হাজার ৪০৬ জন। গত একদিনে ভর্তি হয়েছেন ১১ জন।

এছাড়াও করোনা আক্রান্ত হয়ে বিভাগজুড়ে মারা গেছেন ১ হাজার ৭৪৩ জন। মৃতদের মধ্যে সর্বোচ্চ ৭০৪ জন বগুড়া জেলার বাসিন্দা।

এছাড়াও রাজশাহীর ৩৪০ জন, নাটোরের ১৭৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬৩ জন, নওগাঁর ১৫০ জন, সিরাজগঞ্জের ৯৮ জন, জয়পুরহাটের ৬৭ জন এবং পাবনার ৪২ জন মারা গেছেন।

বর্তমানে করোনা আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৯ জন। গত একদিনে কোয়ারেন্টাইন শেষ করেছেন ২০৮ জন। বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৯০ জন।



 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top