রাজশাহী সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বিভাগজুড়ে করোনায় আরও একজনের মৃত্যু


প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারি ২০২২ ০৫:৪৩

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ২২:০৯

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৫৩৩ জনে।

এদিন বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন। ২৪ ঘণ্টায় বিভাগের একমাত্র মৃত ব্যক্তির বাড়ি নাটোরে। এছাড়া বিভাগের বাকি সাত জেলায় মৃত্যুর কোনো খবর পাওয়া যায় নি।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। প্রতিবেদন অনুযায়ী, এদিন সর্বোচ্চ ৭৩ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে পাবনায়। জেলায় করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ০০ শতাংশে।

এছাড়াও রাজশাহীতে ৭৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১ দশমিক ০০ শতাংশ।

চাঁপাইনবাবগঞ্জে ১০ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ২০ দশমিক ০০ শতাংশ।

নাটোরে ৫৬ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১০ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১৮ দশমিক ০০ শতাংশ।

নওগাঁয় ২২ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৫ দশমিক ০০ শতাংশ।

সিরাজগঞ্জে ৪৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৭ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১৪ দশমিক ০০ শতাংশ।

বগুড়ায় ১১১ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৪ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৪ দশমিক ০০ শতাংশ। এদিন জয়পুরহাটে কোনো নমুনা পরীক্ষা হওয়ায় করোনা শনাক্তের খবরও পাওয়া যায় নি।

এদিকে বিভাগজুড়ে এ পর্যন্ত করোনা জয় করেছেন ১ লাখ ১১ হাজার ৭১২ জন। এদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০৫ জন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ১৯ হাজার ৩৯৫ জন। গত একদিনে ভর্তি হয়েছেন ১৪ জন।

এছাড়াও করোনা আক্রান্ত হয়ে বিভাগজুড়ে মারা গেছেন ১ হাজার ৭৪৩ জন। মৃতদের মধ্যে সর্বোচ্চ ৭০৪ জন বগুড়া জেলার বাসিন্দা।

এছাড়াও রাজশাহীর ৩৪০ জন, নাটোরের ১৭৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬৩ জন, নওগাঁর ১৫০ জন, সিরাজগঞ্জের ৯৮ জন, জয়পুরহাটের ৬৭ জন এবং পাবনার ৪২ জন মারা গেছেন।

বর্তমানে করোনা আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ১৪ জন। গত একদিনে কোয়ারেন্টাইন শেষ করেছেন ২০৩ জন। বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৮২ জন।

 

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top