রাজশাহী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


বিভাগজুড়ে আরও ১৫৪ জনের করোনা, মৃত্যু ১


প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারি ২০২২ ০৪:৫৪

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ১৬:২৬

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে আরও ১৫৪ জনের শরীরে করোনা ধরা পড়েছে। বিভাগের ৮ জেলায় এদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৯৬৫ জনের। এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ২৮৮ জনে।

এদিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন। এ নিয়ে বিভাগের ৮ জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৪০ জনে।

মারা যাওয়া ব্যক্তি নওগাঁ জেলার বাসিন্দা। এদিন বিভাগের বাকি ৭ জেলায় করোনায় মৃত্যুর খবর পাওয়া যায় নি।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত পৃথক প্রতিবেদনে এসব জানা যায়। প্রতিবেদন অনুযায়ী, এদিন সর্বোচ্চ ১ হাজার ৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে পাবনায়। জেলায় করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ০০ শতাংশে।

এছাড়াও রাজশাহীতে ২৯৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৫ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৯ দশমিক ০০ শতাংশ।

চাঁপাইনবাবগঞ্জে ৬৬ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৬ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৯ দশমিক ০০ শতাংশ।

নাটোরে ৭১ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১১ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১৫ দশমিক ০০ শতাংশ।

নওগাঁয় ৩৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৪ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১০ দশমিক ০০ শতাংশ।

সিরাজগঞ্জে ১৪৬ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২২ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১৭ দশমিক ০০ শতাংশ।

বগুড়ায় ২৫০ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৮ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৩ দশমিক ০০ শতাংশ।

জয়পুরহাটে ৪৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৩ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৭ দশমিক ০০ শতাংশ।

এদিকে বিভাগজুড়ে এ পর্যন্ত করোনা জয় করেছেন ১ লাখ ৯ হাজার ৫৯১ জন। এদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৩৭ জন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ১৯ হাজার ৩৪৯ জন। গত একদিনে ভর্তি হয়েছেন ১২ জন।

এছাড়াও করোনা আক্রান্ত হয়ে বিভাগজুড়ে মারা গেছেন ১ হাজার ৭৪০ জন। মৃতদের মধ্যে সর্বোচ্চ ৭০৪ জন বগুড়া জেলার বাসিন্দা।

এছাড়াও রাজশাহীর ৩৪০ জন, নাটোরের ১৭৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬৩ জন, নওগাঁর ১৫০ জন, সিরাজগঞ্জের ৯৭ জন, জয়পুরহাটের ৬৭ জন এবং পাবনার ৪২ জন মারা গেছেন।

বর্তমানে করোনা আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ৮৭ জন। গত একদিনে কোয়ারেন্টাইন শেষ করেছেন ৫৯০ জন। বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৯৩ জন।



 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top