রাজশাহী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


বিভাগজুড়ে আরও চার মৃত্যু, শনাক্ত ১৯৭


প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারি ২০২২ ০৫:০৯

আপডেট:
১৮ ফেব্রুয়ারি ২০২২ ০৮:২৫

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজনই রাজশাহী জেলার বাসিন্দা। এছাড়া বাকি দুইজন বগুড়া ও পাবনা জেলার বাসিন্দা। এদিন বিভাগের বাকি ৫ জেলায় মৃত্যুর কোনো খবর পাওয়া যায় নি।

একই সময়ে বিভাগে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১৯৭ জনের শরীরে। বিভাগের ৮ জেলায় ১ হাজার ৯৭২ জনের নমুনা পরীক্ষা করে তাদের করোনা ধরা পড়ে। এদিন পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। প্রতিবেদন পর্যবেক্ষণে জানা যায়, বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ১৩৪ জনে। এর মধ্যে গত একদিনে শনাক্ত হয়েছে ১৯৭ জনের।

এদিন সর্বোচ্চ ৮৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে পাবনায়। জেলায় করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে।

এছাড়াও রাজশাহীতে ৩৫৫ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৪৪ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১২ দশমিক ৩৯ শতাংশ।

চাঁপাইনবাবগঞ্জে ৬৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৩ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৪ দশমিক ৪৮ শতাংশ।

নাটোরে ১৬৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৩৩ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৪ দশমিক ৪৮ শতাংশ।

নওগাঁয় ৬২ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৭ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১১ দশমিক ২১ শতাংশ।

সিরাজগঞ্জে ১৫১ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৫ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১৬ দশমিক ৫৬ শতাংশ।

বগুড়ায় ২৬৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১১ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৪ দশমিক ১৭ শতাংশ।

জয়পুরহাটে ৫৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৩ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৫ দশমিক ৬৬ শতাংশ।

এদিকে বিভাগজুড়ে এ পর্যন্ত করোনা জয় করেছেন ১ লাখ ৮ হাজার ৭৫৪ জন। এদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৮১ জন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ১৯ হাজার ৩৩৭ জন। গত একদিনে ভর্তি হয়েছেন ২১ জন।

এছাড়াও করোনা আক্রান্ত হয়ে বিভাগজুড়ে মারা গেছেন ১ হাজার ৭৩৯ জন। এর মধ্যে গত একদিনে মারা গেছেন ৪ জন। মৃতদের মধ্যে সর্বোচ্চ ৭০৪ জন বগুড়া জেলার বাসিন্দা।

এছাড়াও রাজশাহীর ৩৪০ জন, নাটোরের ১৭৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬৩ জন, নওগাঁর ১৪৯ জন, সিরাজগঞ্জের ৯৭ জন, জয়পুরহাটের ৬৭ জন এবং পাবনার ৪২ জন মারা গেছেন।

বর্তমানে করোনা আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ১০৮ জন। গত একদিনে কোয়ারেন্টাইন শেষ করেছেন ৬৪৪ জন। বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১০২ জন।

 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top