রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


রাজশাহীজুড়ে আরও ১৮৬ জনের করোনা, মৃত্যু ১


প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২২ ১০:৫০

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০০:৩৮

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে আরও ১৮৬ জনের শরীরে করোনা ধরা পড়েছে। বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৯৩৭ জনে।

এদিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন। এ নিয়ে বিভাগের ৮ জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৩৫ জনে।

মারা যাওয়া ব্যক্তি রাজশাহী জেলার বাসিন্দা। এদিন বিভাগের বাকি ৭ জেলায় করোনায় মৃত্যুর খবর পাওয়া যায় নি।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত পৃথক প্রতিবেদনে এসব জানা যায়। প্রতিবেদন অনুযায়ী, এদিন সর্বোচ্চ ২১৩ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে নাটোরে। জেলায় করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ২৪ দশমিক ০০ শতাংশে।

এছাড়াও রাজশাহীতে ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৩ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৮ দশমিক ০০ শতাংশ।

চাঁপাইনবাবগঞ্জে ১০০ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৯ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৯ দশমিক ০০ শতাংশ।

নওগাঁয় ৮১ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১০ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১২ দশমিক ০০ শতাংশ।

পাবনায় ৭৮ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১১ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১৪ দশমিক ০০ শতাংশ।

সিরাজগঞ্জে ১৪৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৩৬ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ২৫ দশমিক ০০ শতাংশ।

বগুড়ায় ২১৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৮ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১৩ দশমিক ০০ শতাংশ।

জয়পুরহাটে ২৪১ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৭ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১১ দশমিক ০০ শতাংশ।

এদিকে বিভাগজুড়ে এ পর্যন্ত করোনা জয় করেছেন ১ লাখ ৭ হাজার ৮৭৩ জন। এদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২৩ জন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ১৯ হাজার ৩১৬ জন। গত একদিনে ভর্তি হয়েছেন ২৬ জন।

এছাড়াও করোনা আক্রান্ত হয়ে বিভাগজুড়ে মারা গেছেন ১ হাজার ৭৩৫ জন। মৃতদের মধ্যে সর্বোচ্চ ৭০৩ জন বগুড়া জেলার বাসিন্দা।

এছাড়াও রাজশাহীর ৩৩৮ জন, নাটোরের ১৭৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬৩ জন, নওগাঁর ১৪৯ জন, সিরাজগঞ্জের ৯৭ জন, জয়পুরহাটের ৬৭ জন এবং পাবনার ৪১ জন মারা গেছেন।

বর্তমানে করোনা আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ১৪৮ জন। গত একদিনে কোয়ারেন্টাইন শেষ করেছেন ১৪৬ জন। বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৯৮ জন।

 

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top