রাজশাহী রবিবার, ৫ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


মৃত্যুশূন্য বিভাগে ১৯৮ জনের করোনা শনাক্ত


প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারি ২০২২ ০৩:৩৩

আপডেট:
৫ মে ২০২৪ ১৯:৪৮

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে আরও ১৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বিভাগের ৮ জেলায় ১ হাজার ৩০৩ জনের নমুনা পরীক্ষা করে তাদের করোনা শনাক্ত হয়। এদিন বিভাগের কোথাও করোনায় মৃত্যুর খবর পাওয়া যায় নি।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। প্রতিবেদন অনুযায়ী, বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৫৩৫ জনে। এর মধ্যে গত একদিনে শনাক্ত হয়েছে ১৯৮ জনের।

এদিন সর্বোচ্চ ৩৭৪ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে রাজশাহীতে। জেলায় করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ০০ শতাংশে।

এছাড়াও চাঁপাইনবাবগঞ্জে ৮৬ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১০ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১২ দশমিক ০০ শতাংশ।

নাটোরে ১০০ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৩ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ২৩ দশমিক ০০ শতাংশ।

নওগাঁয় ১১৫ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৬ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৫ দশমিক ০০ শতাংশ।

পাবনায় ১৬২ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৩১ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১৯ দশমিক ০০ শতাংশ।

সিরাজগঞ্জে ১৮১ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৩১ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১৭ দশমিক ০০ শতাংশ।

বগুড়ায় ১৪৬ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৩ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১৬ দশমিক ০০ শতাংশ।

জয়পুরহাটে ১৩৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৪ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১৭ দশমিক ০০ শতাংশ।

এদিকে বিভাগজুড়ে এ পর্যন্ত করোনা জয় করেছেন ১ লাখ ৬ হাজার ৭২১ জন। এদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪০ জন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ১৯ হাজার ২৬৪ জন। গত একদিনে ভর্তি হয়েছেন ২৪ জন।

এছাড়াও করোনা আক্রান্ত হয়ে বিভাগজুড়ে মারা গেছেন ১ হাজার ৭৩৩ জন। মৃতদের মধ্যে সর্বোচ্চ ৭০৩ জন বগুড়া জেলার বাসিন্দা।

এছাড়াও রাজশাহীর ৩৩৬ জন, নাটোরের ১৭৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬৩ জন, নওগাঁর ১৪৯ জন, সিরাজগঞ্জের ৯৭ জন, জয়পুরহাটের ৬৭ জন এবং পাবনার ৪১ জন মারা গেছেন।

বর্তমানে করোনা আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ১১০ জন। গত একদিনে কোয়ারেন্টাইন শেষ করেছেন ৩৪৭ জন। বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৮৬ জন।

 

 

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top