রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


বিভাগের ছয় জেলায় আরও ১৬৪ জনের করোনা


প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২২ ০৬:২৯

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:০০

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগের ছয় জেলায় ১৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন বিভাগের নওগাঁ ও নাটোর জেলায় কোনো করোনার নমুনা পরীক্ষা না হওয়ায় করোনা সংক্রমণের তথ্য পাওয়া যায় নি।

এদিন বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২ জন। এনিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৩২ জনে।

মৃতদের একজন বগুড়া ও অপর জন পাবনা জেলার বাসিন্দা। এদিন বিভাগের বাকি ৬ জেলায় মৃত্যুর কোনো খবর পাওয়া যায় নি।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, এদিন বিভাগে ১ হাজার ২০৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৬৪ জনের দেহে। বিভাগে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ০৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ১৭ দশমিক ০০ শতাংশে। এদিন সর্বোচ্চ ৬৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে পাবনায়। এ জেলায় করোনা সংক্রমণের হার ১০ দশমিক ০০ শতাংশ।

এছাড়াও রাজশাহীতে ৯০ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৯ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১০ দশমিক ০০ শতাংশ।

চাঁপাইনবাবগঞ্জে ১১ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৪ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৩৬ দশমিক ০০ শতাংশ।

সিরাজগঞ্জে ১৩৬ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৩৫ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ২৬ দশমিক ০০ শতাংশ।

বগুড়ায় ২১৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৩৪ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১৬ দশমিক ০০ শতাংশ।

জয়পুরহাটে ৯৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৪ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১৪ দশমিক ০০ শতাংশ।

এদিন বিভাগের নওগাঁ ও নাটোর জেলায় কোনো করোনার নমুনা পরীক্ষা না হওয়ায় করোনা সংক্রমণের খবরও পাওয়া যায় নি।

এদিকে বিভাগজুড়ে এ পর্যন্ত করোনা জয় করেছেন ১ লাখ ৫ হাজার ৩৫৮ জন। এদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩৪ জন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ১৯ হাজার ২২২ জন। গত একদিনে ভর্তি হয়েছেন ১৭ জন।

এছাড়াও করোনা আক্রান্ত হয়ে বিভাগজুড়ে মারা গেছেন ১ হাজার ৭৩২ জন। এর মধ্যে গত একদিনে মারা গেছেন ২ জন। মৃতদের মধ্যে সর্বোচ্চ ৭০৩ জন বগুড়া জেলার বাসিন্দা।

এছাড়াও রাজশাহীর ৩৩৫ জন, নাটোরের ১৭৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬৩ জন, নওগাঁর ১৪৯ জন, সিরাজগঞ্জের ৯৭ জন, জয়পুরহাটের ৬৭ জন এবং পাবনার ৪১ জন মারা গেছেন।

বর্তমানে করোনা আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ১০৫ জন। গত একদিনে কোয়ারেন্টাইন শেষ করেছেন ১৩৬ জন। বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৬৬ জন।

 

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top