রাজশাহী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


রাজশাহী বিভাগে আরও ২৬৬ জনের করোনা, মৃত্যু এক


প্রকাশিত:
১২ ফেব্রুয়ারি ২০২২ ০৫:২৬

আপডেট:
২৩ এপ্রিল ২০২৪ ১৮:৫৫

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে আরও ২৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এনিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৩০ জনে।

মারা যাওয়া রোগী নাটোর জেলার বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া বিভাগের বাকি ৭ জেলায় এদিন মৃত্যুর কোনো খবর পাওয়া যায় নি।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, এদিন বিভাগে ১ হাজার ৫৭৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৬৬ জনের দেহে। বিভাগে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৯২৫ জন।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ১৭ দশমিক ০০ শতাংশে। এদিন সর্বোচ্চ ৪২২ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে রাজশাহীতে। জেলায় করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ০০ শতাংশে।

এছাড়াও চাঁপাইনবাবগঞ্জে ৮২ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২০ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ২৪ দশমিক ০০ শতাংশ।

নাটোরে ৮০ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২১ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ২৬ দশমিক ০০ শতাংশ।

নওগাঁয় ১৫৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৭ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১৭ দশমিক ০০ শতাংশ।

পাবনায় ১৬৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৪২ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ২৫ দশমিক ০০ শতাংশ।

সিরাজগঞ্জে ২৮৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৫৭ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ২০ দশমিক ০০ শতাংশ।

বগুড়ায় ২৫৬ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৬ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১২ দশমিক ০০ শতাংশ।

জয়পুরহাটে ১২৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৪ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১১ দশমিক ০০ শতাংশ।

এদিকে বিভাগজুড়ে এ পর্যন্ত করোনা জয় করেছেন ১ লাখ ৪ হাজার ৯২৪ জন। এদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৫৭ জন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ১৯ হাজার ২০৫ জন। গত একদিনে ভর্তি হয়েছেন ২২ জন।

এছাড়াও করোনা আক্রান্ত হয়ে বিভাগজুড়ে মারা গেছেন ১ হাজার ৭৩০ জন। এর মধ্যে গত একদিনে মারা গেছেন ১ জন। মৃতদের মধ্যে সর্বোচ্চ ৭০২ জন বগুড়া জেলার বাসিন্দা।

এছাড়াও রাজশাহীর ৩৩৫ জন, নাটোরের ১৭৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬৩ জন, নওগাঁর ১৪৯ জন, সিরাজগঞ্জের ৯৭ জন, জয়পুরহাটের ৬৭ জন এবং পাবনার ৪০ জন মারা গেছেন।

বর্তমানে করোনা আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ১৩৭ জন। গত একদিনে কোয়ারেন্টাইন শেষ করেছেন ২০৭ জন। বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৬৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৮৯ জন।

 

 

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top