রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


বিভাগজুড়ে করোনায় আরও দুই মৃত্যু, শনাক্ত ৫১৩


প্রকাশিত:
১০ ফেব্রুয়ারি ২০২২ ০৩:০৯

আপডেট:
১০ ফেব্রুয়ারি ২০২২ ০৯:৩০

ফাইল ছবি

রাজশাহী বিভাগে করোনায় একদিনে আরও দুই জনের মৃত্যু হয়েছে। মৃতদের সবাই রাজশাহী জেলার বাসিন্দা। এদিন বিভাগের বাকি সাত জেলায় মৃত্যুর কোনো খবর পাওয়া যায় নি।

একই সময়ে বিভাগে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫১৩ জনের শরীরে। বিভাগের ৮ জেলায় ২ হাজার ৩০১ জনের নমুনা পরীক্ষা করে তাদের করোনা ধরা পড়ে। এদিন পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ২২ দশমিক ২৯ শতাংশে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। প্রতিবেদন পর্যবেক্ষণে জানা যায়, বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ১৭৮ জনে। এর মধ্যে গত একদিনে শনাক্ত হয়েছে ৫১৩ জনের।

এদিন সর্বোচ্চ ৮৯৯ জনের নমুনা পরীক্ষা করে ১৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে পাবনায়। জেলায় করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ১৭ দশমিক ২৪ শতাংশে।

এছাড়াও রাজশাহীতে ৩৮৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১১২ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ২৮ দশমিক ৯৪ শতাংশ।

চাঁপাইনবাবগঞ্জে ১৯৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৫৩ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ২৭ দশমিক ৩১ শতাংশ।

নাটোরে ১৩৫ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৪৭ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৩৪ দশমিক ৮১ শতাংশ।

নওগাঁয় ১০৮ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৬ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ২৪ দশমিক ০৭ শতাংশ।

সিরাজগঞ্জে ২২২ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৬৯ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৩১ দশমিক ০৮ শতাংশ।

বগুড়ায় ২৬১ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৪০ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১৫ দশমিক ৩২ শতাংশ।

জয়পুরহাটে ৯৫ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১১ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১১ দশমিক ৫৮ শতাংশ।

এদিকে বিভাগজুড়ে এ পর্যন্ত করোনা জয় করেছেন ১ লাখ ৩ হাজার ৩৯৭ জন। এদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৬৬ জন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ১৯ হাজার ১৪৯ জন। গত একদিনে ভর্তি হয়েছেন ২৮ জন।

এছাড়াও করোনা আক্রান্ত হয়ে বিভাগজুড়ে মারা গেছেন ১ হাজার ৭২৫ জন। এর মধ্যে গত একদিনে মারা গেছেন ২ জন। মৃতদের মধ্যে সর্বোচ্চ ৭০০ জন বগুড়া জেলার বাসিন্দা।

এছাড়াও রাজশাহীর ৩৩৪ জন, নাটোরের ১৭৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬৩ জন, নওগাঁর ১৪৮ জন, সিরাজগঞ্জের ৯৭ জন, জয়পুরহাটের ৬৭ জন এবং পাবনার ৪০ জন মারা গেছেন।

বর্তমানে করোনা আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ২৪৩ জন। গত একদিনে কোয়ারেন্টাইন শেষ করেছেন ২৮৬ জন। বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৮২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৬০ জন।

 

 

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top