রাজশাহী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


রাজশাহী বিভাগে করোনায় আরও ২ মৃত্যু, শনাক্ত ৫৫৩


প্রকাশিত:
৯ ফেব্রুয়ারি ২০২২ ০৪:১২

আপডেট:
২ মে ২০২৪ ২০:৫২

ছবি: রামেক হাসপাতাল

গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত হয়ে প্রাণহানি ঘটেছে আরও দুইজনের। এদের সবাই রাজশাহী জেলার বাসিন্দা। এদিন বিভাগের বাকি সাত জেলায় মৃত্যুর খবর পাওয়া যায় নি।

একই সময়ে বিভাগে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫৫৩ জনের শরীরে। বিভাগের ৮ জেলায় ২ হাজার ২২৫ জনের নমুনা পরীক্ষা করে তাদের করোনা শনাক্ত হয়। এদিন পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ২৪ দশমিক ৮৫ শতাংশে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদন পর্যবেক্ষণে জানা যায়, বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৬৬৫ জনে। এর মধ্যে গত একদিনে শনাক্ত হয়েছে ৫৫৩ জনের।

এদিন সর্বোচ্চ ৬০৩ জনের নমুনা পরীক্ষা করে ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছে পাবনায়। জেলায় করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ২৬ দশমিক ৮৬ শতাংশে।

এছাড়াও রাজশাহীতে ৫৩৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৩৬ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ২৫ দশমিক ২৩ শতাংশ।

চাঁপাইনবাবগঞ্জে ১৩২ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৩১ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ২৩ দশমিক ৪৮ শতাংশ।

নাটোরে ৮৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৩২ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৩৬ দশমিক ৭৮ শতাংশ।

নওগাঁয় ১২২ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৩ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১৯ দশমিক ০০ শতাংশ।

সিরাজগঞ্জে ২৬৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৮৯ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৩৩ দশমিক ০৮ শতাংশ।

বগুড়ায় ৩৫৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৬৭ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১৮ দশমিক ৯২ শতাংশ।

জয়পুরহাটে ১১৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৩ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১০ দশমিক ৯২ শতাংশ।

এদিকে বিভাগজুড়ে এ পর্যন্ত করোনা জয় করেছেন ১ লাখ ২ হাজার ৬৩১ জন। এদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৬১ জন।

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ১৯ হাজার ১২১ জন। গত একদিনে ভর্তি হয়েছেন ৪২ জন।

এছাড়াও করোনা আক্রান্ত হয়ে বিভাগজুড়ে মারা গেছেন ১ হাজার ৭২৩ জন। এর মধ্যে গত একদিনে মারা গেছেন ২ জন।

মৃতদের মধ্যে সর্বোচ্চ ৭০০ জন বগুড়া জেলার বাসিন্দা। এছাড়াও রাজশাহীর ৩৩২ জন, নাটোরের ১৭৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬৩ জন, নওগাঁর ১৪৮ জন, সিরাজগঞ্জের ৯৭ জন, জয়পুরহাটের ৬৭ জন এবং পাবনার ৪০ জন মারা গেছেন।

বর্তমানে করোনা আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ২২৫ জন। গত একদিনে কোয়ারেন্টাইন শেষ করেছেন ২০৩ জন। বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১০৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৮১ জন।

 

 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top