রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


বিভাগজুড়ে করোনায় আরও চার মৃত্যু


প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২২ ০৫:১৯

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ২২:২৫

ফাইল ছবি

রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত হয়ে একদিনে আরও চার জনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগের রাজশাহী, নওগাঁ, সিরাজগঞ্জ ও বগুড়া জেলায় মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৮৯১ জনের শরীরে। বিভাগের ৮ জেলায় ২ হাজার ৩০ জনের নমুনা পরীক্ষা তাদের করোনা শনাক্ত হয়। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তে হার দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৯০ শতাংশে।

রোববার (৩০ জানুয়ারি) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

বিভাগীয় স্বাস্থ্য দফতর জানায়, বিভাগজুড়ে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৮ হাজার ৯৯৯ জনের। যার মধ্যে গত একদিনে শনাক্ত পড়েছে ৮৯১ জনের। এদিন সর্বোচ্চ ৩৭৭ জনের ধরা পড়েছে রাজশাহীতে।

এছাড়াও পাবনায় ১৫০ জন, বগুড়ায় ১৩৫ জন, নাটোরে ৬৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪৬ জন, জয়পুরহাটে ৪৬ জন, নওগাঁয় ৩৯ জন ও সিরাজগঞ্জে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগজুড়ে এ পর্যন্ত করোনা জয় করেছেন ৯৮ হাজার ২৮৮ জন। এদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২৫ জন।

এছাড়াও বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭০৫ জন। এর মধ্যে গত একদিনে মারা গেছেন চার জন।

মৃতদের মধ্যে সর্বোচ্চ ৬৯২ জন বগুড়া জেলার বাসিন্দা। এছাড়াও রাজশাহীর ৩২৯ জন, নাটোরের ১৭৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬০ জন, নওগাঁর ১৪৬ জন, সিরাজগঞ্জের ৯৭ জন, জয়পুরহাটের ৬৬ জন এবং পাবনার ৪০ জন মারা গেছেন।

বর্তমানে করোনা আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৭২ জন। গত একদিনে কোয়ারেন্টাইন শেষ করেছেন ১৪৫ জন। বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৫৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫৮ জন।

 

 

 

আরপি/এসআর-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top