রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


বিভাগজুড়ে আরও ১৫৯ জনের করোনা শনাক্ত


প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২২ ০৩:২৯

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ১৪:১৮

ফাইল ছবি

দেশে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে রাজশাহী জেলা। একই সঙ্গে জেলাটি বিভাগে করোনা সংক্রমণের হটস্পটে পরিণত হয়েছে। গত একদিনে বিভাগে ১৫৯ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এর মধ্যে ২৯ জন রাজশাহী জেলার বাসিন্দা।

অথচ একদিন আগেও বিভাগে ৪৭৫ জনের করোনা শনাক্ত হয়। যাদের মধ্যে ১৬০ জনই রাজশাহী জেলার বাসিন্দা।

সংশ্লিষ্টরা বলছেন, শুক্রবার ছুটির দিন হওয়ায় নমুনা পরীক্ষা কম হয়েছে। ফলে করোনা শনাক্তের সংখ্যাও কম হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

বিভাগীয় স্বাস্থ্য দফতর জানায়, দেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্তের পর সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে রাজশাহী। বিভাগে করোনার হটস্পটও হয়ে উঠেছে এই জেলা। গত ২৪ ঘণ্টায় বিভাগজুড়ে ১৫৯ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে বিভাগের বগুড়া জেলায় সর্বোচ্চ ১০৭ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এদিন করোনা মুক্ত হয়ে সুস্থ হয়েছে ৪৯ জন রোগী।

এছাড়াও রাজশাহীতে ২৯ জন, সিরাজগঞ্জে ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫ জন এবং নাটোরে দুজন রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন বিভাগের পাবনা, নওগাঁ এবং জয়পুরহাটে করোনা শনাক্তের কোনো তথ্য পাওয়া যায় নি।

বিভাগজুড়ে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২ হাজার ২৫৩ জনের। তাদের মধ্যে করোনা জয় করেছেন ৯৭ হাজার ১৩ জন।

এছাড়াও বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৬৯৫ জন। মৃতদের মধ্যে সর্বোচ্চ ৬৮৮ জন বগুড়া জেলার বাসিন্দা।

এছাড়াও করোনায় রাজশাহীর ৩২৭ জন, নাটোরের ১৭৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫৯ জন, নওগাঁর ১৪৫ জন, সিরাজগঞ্জের ৯৬ জন, জয়পুরহাটের ৬৫ জন এবং পাবনার ৪০ জন মারা গেছেন।

এ পর্যন্ত করোনা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৮ হাজার ৩৮৭ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন।

বর্তমানে করোনা নিয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ১০৩ জন। গত একদিনে কোয়ারেন্টাইন শেষ করেছেন ৩৯ জন।

 

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top