দেশে আরও ২২ শরীরে ওমিক্রন শনাক্ত

দেশে আরো ২২ জনের শরীরে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৫৫ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়। সোমবার (১৭ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) এ তথ্য জানিয়েছে।
এতে দেখা গেছে, ওমিক্রনে আক্রান্ত ১২ জনই রাজধানী মহাখালী এলাকার বাসিন্দা বলে জানিয়েছে জিআইএসএআইডি। দেশে এ নিয়ে ২০ জন ওমিক্রন আক্রান্ত বলে শনাক্ত হলো। বাকিদের মধ্যে উত্তরায় চারজন, বাসাবোর দুজন এবং চাঁনখারপুল এলাকার চারজন।
আরো জানা যায়, ওমিক্রনে আক্রান্তদের মধ্যে ১২ জন পুরুষ ও ১০ নারী রয়েছে। এ ছাড়াও ১৪ ও ১৫ বছর বয়সী দুজন কিশোরও আছে তাদের মধ্যে।
আরপি/এসআর-০৪
বিষয়: ওমিক্রন জিআইএসএআইডি করোনা ভাইরাস
আপনার মূল্যবান মতামত দিন: