রাজশাহী বুধবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৪, ৩রা আশ্বিন ১৪৩১


রামেকে আরও ২ জনের প্রাণহানি


প্রকাশিত:
৩ নভেম্বর ২০২১ ২১:৩৩

আপডেট:
১৮ সেপ্টেম্বর ২০২৪ ০৪:১০

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৯টা থেকে বুধবার (৩ নভেম্বর) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে ওই রোগী মারা যান।

বুধবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রামেকে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে চাঁপাইনবাবগঞ্জের একজন ও নওগাঁর একজন মারা গেছেন।

রামেক পরিচালক আরও জানান, হাসপাতালের পিসিআর মেশিনে ৭৯ জনের নমুনা পরীক্ষায় তিনজন শনাক্ত হয়েছেন।

অপরদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৭৮ জনের নমুনা পরীক্ষায় ছয়জন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২ দশমিক ২৬ শতাংশ।

এছাড়া রামেক করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন সাতজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন। সন্দেহজনক রোগী আছেন ২৮ জন, করোনা আক্রান্ত আটজন ও উপসর্গে ভর্তি আছেন ১০ জন।

 

আরপি/ এমএএইচ-০৩

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top