রাজশাহী সোমবার, ৭ই এপ্রিল ২০২৫, ২৫শে চৈত্র ১৪৩১


লকডাউন তুলতে আপত্তি স্বাস্থ্য অধিদপ্তরের


প্রকাশিত:
৩০ জুলাই ২০২১ ২০:২৫

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ১৫:৫৮

সারাদেশে চলমান কঠোরতম বিধিনিষেধ তুলতে আপত্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সুপারিশ করেছে চলমান লকডাউন অব্যাহত রাখতে।

শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম সাংবাদিকদের বলেন, পরিস্থিতি এখন যে অবস্থায় আছে, শিল্প কারখানা, অফিস আদালত সব কিছু খুলে দিলে সংক্রমণ বাড়বেই। সংক্রমণ বাড়লে হাসপাতালে জায়গা সংকুলান হবে না।‌ তাই যেভাবেই হোক সংক্রমণ ও মানুষের চলাচল সীমিত রাখতে হবে। তাই আমরা চলমান লকডাউন অব্যাহত করার কথা বলছি।

৭ তারিখ থেকে ইউনিয়ন পর্যায়ে গণহারে করোনা টিকা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কাজের অগ্ৰগতি সম্পর্কে তিনি বলেন, যারা টিকা প্রয়োগ করবেন তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে।‌ ৬ তারিখ পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। ওই দিনই এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী পুরো প্রক্রিয়া সম্পর্কে জানাবেন।‌

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top