রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


রাজশাহী বিভাগে আরো ৩৭২ করোনা রোগী শনাক্ত


প্রকাশিত:
৪ জুন ২০২১ ২৩:৩৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৪৬

ফাইল ছবি

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে একদিনে আরও ৩৭২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। চারজনের । এছাড়াও ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৪ করোনা রোগীর। শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় বিভাগের রাজশাহীতে দুইজন এবং নওগাঁ ও বগুড়ায় একজন করে করোনা রোগী মারা গেছেন। এ নিয়ে বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৫৮১ জনের মৃত্যু হলো।

বিভাগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন রাজশাহীতে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১০৯ জন, নওগাঁয় ২৪ জন, নাটোরে ৩৭ জন, জয়পুরহাটে ৩৬ জন, বগুড়ায় ১৫ জন, সিরাজগঞ্জে ১৪ জন এবং পাবনায় ১৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ৩১৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৯০ জন মারা গেছেন রাজশাহীতে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৪৫ জন, নওগাঁয় ৪৪ জন, নাটোরে ২৭ জন, জয়পুরহাটে ১২ জন, সিরাজগঞ্জে ২৪ জন এবং পাবনায় ২২ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিভাগের ৭৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৩৪ জন। এদের মধ্যে ৩১ হাজার ৭৭৫ জন সুস্থ হয়েছেন। রাজশাহী বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৯৭৩ জন কোভিড-১৯ রোগী। 

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top